মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী:নরসিংদীর মাধবদীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পুলিশি বাধায় পন্ড হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন বলেন,আজ শনিবার(৮ এপ্রিল) দুপুর ২টার দিকে মাধবদী পৌর এলাকায় গরুর হাটের পাশে জনবহুল এলাকায় সড়কে বিক্ষোভ মিছিলটি বের হয়। তবে, মিছিলটি রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ বাধা দিলে তা পন্ড হয়ে যায়। তিনি আরও বলেন,অবৈধ ভোট চোর সরকার জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব না দিয়ে স্বৈরচারী আচরণ করছে। আমরা সাধারণ জনগণের কথা বিবেচনা করে মাঠে নেমেছি।

কিন্তু, ফ্যাসিবাদী হাসিনা সরকার পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করছে। তারই ধারাবাহিক অংশ হিসেবে আজ জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে মাধবদী পৌর এলাকায় পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে।

পরে,বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা না করে ফিরে আসতে হয়েছে।তবে, এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কোন অনুমতি না নিয়ে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে মিছিল মিটিং করছিল বিএনপি আমরা কাউকে বাঁধা দেয়নি।

তবে, মাধবদী শহরের গুরুত্ব পুর্ন জনবহুল এলাকায় রাস্তা বন্ধ করে কিছু মানুষ হট্টগোল করার চেষ্টা করেছিল। আমরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে খায়রুল কবির খোকনের নেত্বীতে বিএনপির লোকজন পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।

পরে পুলিশ একশানে যায় এবং তাদেরকে রাস্তাথেকে সরিয়ে দিয়ে জনসাধারনের চলাচল স্বাভাবিক করি। যারা পুলিশের উপর হামলা করেছে আমরা তাদের ছাড় দিবনা। যারা জনগনের জানমালের ক্ষতি করে আইন শৃঙ্গখলার অবনতি ঘটানো চেষ্টা করবে পুলিশ তাদের বিরুদ্ধে আইন গতব্যবস্থা গ্রহন করবে।

এখানে কমেন্ট করুন: