মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী প্রতিনিধি:নরসিংদীতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও ইন্টারনিউজের সহায়তায় সিসিডি বাংলাদেশের আয়োজনে সাংবাদিকদের নিয়ে “নলেজ শেয়ারিং অন ফ্যাক্ট-চেকিং” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে শহরের আরবিট রেস্ট্যুরেন্টে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও ইন্টারনিউজের সহায়তায় সিসিডি বাংলাদেশের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মাছরাঙা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি মোহাম্মদ বদরুল আমীন চৌধুরী।
দিনব্যপী এই প্রশিক্ষণ কর্মশালায় জেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত দশজন সাংবাদিক অংশ নেন।

অংশগ্রহণকারী সাংবাদিকরা হলেন, বাংলা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি শরিফ ইকবাল রাসেল,গ্লোবাল টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি শফিকুল ইসলাম মতি,বিজয় টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আফরোজা সুলতানা মিনা, মোহনা টেলিভিশনের রায়পুরা উপজেলা প্রতিনিধি বিনা আক্তার,দৈনিক স্বাধীন সংবাদের নরসিংদী প্রতিনিধি শফিকুল ইসলাম রিপন, সাপ্তাহিক আজকের চেতনার বার্তা সম্পাদক মাইন উদ্দিন সরকার, দৈনিক রূপালী বার্তার যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন রাজু, দৈনিক সংবাদ প্রতিদিনের নরসিংদী প্রতিনিধি আশিকুর রহমান, দ্যা ডেইলী পোষ্ট পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি তাছলিমা আক্তার ও দৈনিক সরেজমিন বার্তার নরসিংদী প্রতিনিধি ইদুল ফিতর।

কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে অসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনলাইনে গুজব ছড়ানোর ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সাংবাদিকেরা। তাই নানা রকম ভুল,মিথ্যাতথ্য,অপতথ্য ও প্রপাগান্ডা ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে সাংবাদিকদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়। সেই সাথে এসব বিষয় এড়িয়ে কিভাবে সন্দেহজনক তথ্য ,ছবি ও ভিডিও বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ফ্যাক্ট চেকিং করে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও পরিবেশন করতে হবে সে বিষয়ে বিশদ আলোচনা ও প্রশিক্ষণ দেয়া হয়।

এখানে কমেন্ট করুন: