মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী :সিএনজিচালিত অটোরিকশা,মটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স নিবন্ধনে অনিয়ম ও বাড়তি অর্থ আদায়ের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)নরসিংদী কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে দুদক গাজীপুর-নরসিংদী সমন্বিত কার্যালয় এ অভিযান পরিচালনা করেছেন।

দুদকের অভিযান সূত্রে জানা গিয়েছে, নরসিংদী জেলা শহরে সিএনজিচালিত অটোরিকশার,মটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স নতুন নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম ও বাড়তি অর্থ নেওয়ার অভিযোগে অভিযানে নামে দুদক। অভিযানে দুদক সদস্যরা সাধারণ মানুষের মতো সেবাপ্রার্থী হিসেবে সেবাগ্রহণের জন্য কার্যালয়ে আসে। পরে দুদকের অন্যসদস্যরা এসে অভিযান পরিচালনা করে অফিসের ভিতর বিআরটিএ নিবন্ধনের ফরম ও নগদ টাকাসহ মিলটন,আ.রহিমসহ তিনজনকে আটক করে পরে তাদের মুছেলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।অভিযানের নেতৃত্বে ছিলেন দুদক গাজীপুর-নরসিংদী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মুশিউর রহমান সংঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করেন বিআরটিএ,নরসিংদী সার্কেলের মোটরযান পরিদর্শক মো:নাসিম হায়দার, দুদুকের রুটিন মাফিক অভিযান হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তারা অভিযানে এসেছেন বলে জানিয়েছেন দুদুক কর্মকর্তা।

অভিযানে বিভিন্ন নথি ও সামগ্রিক বিষয়ে খোঁজ নিয়ে তারা বেশকিছু অনিয়মের ক্লু পেয়েছেন বলে জানান তিনি। তবে অফিসিয়ালি কোনো মন্তব্য করতে চাননি দুদুক সহকারী পরিচালক। নরসিংদী জেলায় অভ্যন্তরীণ বেশ কিছু রুডে যোগাযোগের একমাত্র মাধ্যম সিএনজিচালিত অটোরিকশা ও মটর সাইকেল। একমাত্র বাহনের কারণে অটোরিকশাই নরসিংদী থেকে রায়পুরা,পলাশ ও শিবপুর উপজেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ যানবাহন।

তবে সাম্প্রতিক সময়ে শহরে অটোরিকশা ও মটর সাইকেলের পরিমাণ বাড়ায় নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নিবন্ধনের নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে চালকদের।

এখানে কমেন্ট করুন: