নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর দুই জঙ্গি আস্তানায় দুই জেএমবি সদস্য নিহত ও দুজনের আত্মসমর্পণের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে মাধবদী থানায় সন্ত্রাসবিরোধী আইনে ওই দুটি মামলা দায়ের করেন।
নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আর মামুন ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিষয়ে জানতে চাইলে ওসি আবু তাহের দেওয়ান বলেন,পৃথক ঘটনায় দুইটি মামলা হয়েছে।মামলার বেশ কিছু আসামি পলাতক রয়েছে।তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ জানান, জঙ্গি আস্তানার ঘটনাটি কাউন্টার টেরোরিজম ইউনিট খতিয়ে দেখছে।জেলা পুলিশ এতে সহায়তা করছে। লাশ ময়নাতদন্ত শেষে এখনও সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।তিনি বলেন,'আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গি খাদিজা পারভীন মেঘলা ও ইশরাত জাহান মৌসুমী ওরফে মৌ কে যথাসময়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।সেখানে তাদের জিঙ্গাসাবাদ করা হবে।'এদিকে জঙ্গি আস্তানায় মাধবদীর নিলুফা ভিলার সপ্তমতলা ও শেখের চরের বিল্লাল মিয়ার বাড়ি ঘিরে এখনও রয়েছে পুলিশি পাহারা।দুই দিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর এলাকার সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে।
সরেজমিন দেখা যায়, তিনজন করে পুলিশ সদস্য বাড়ি দুটি পাহারা দিচ্ছেন।এলাকাবাসী জানান,টানা দুদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারিসহ ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এতে সাময়িকভাবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ভোগান্তি দেখা দিলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়