মো.শফিকুল ইসলাম মতি, বিশেষ প্রিতিবেদক নিউজ সময়
কিশোরগঞ্জের ভৈরব জংশনের ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় কন্টেইনারবাহী ট্রেনের লোকমাস্টার, সহকারী লোকোমাস্টার ও গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তের বিষয়টি সোমবার(২৩ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।
রেলের এ কর্মকর্তা বলেন, এ ঘটনায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা বিভাগীয় তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে এবং চট্টগ্রাম জোনের তদন্ত কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রেলওয়ে জানায়, জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এ ছাড়াও প্রায় ৫০ শের অধিক আহত হয়েছে আহতদের ভৈরব সরকারী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালাম আজাদ।