মো.শফিকুল ইসলাম মতি,নিউজ সময়: নতুন শিক্ষা কারিকুলাম ও একতরফা নির্বাচন বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় বিক্ষোভ প্রদর্শন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা। বুধবার (৩১ জানুয়ারী) বিকালে নরসিংদী পৌরসভার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে নরসিংদী রেল স্টেশন এসে শেষ হয়।ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সেখানে এক পথসভায় নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে নাস্তিক্য ও মেধাশূন্যতা প্রচার করার অভিযোগ করে।
তারা বলেন, নতুন কারিকুলামে ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ বাদ দেওয়া হয়েছে। এতে দেশের নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূন্য করে তোলা হবে।এছাড়া, তারা একতরফা নির্বাচনকে অলাভজনক বলে আখ্যায়িত করে। তারা বলেন, সরকার বিরোধী দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে একটি প্রহসন নির্বাচনের আয়োজন করছে।
বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ¦ আশরাফ হোসেন ভূইয়া।এসময় আরো উপস্থিত চিলেন সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ,ইসলামী ছাত্র আনোলন নরসিংদী জেলা শাখার সভাপতি খায়রুল কবির রাজু,সহ সভাপতি নুরেআলম সিদ্দিকী,সাধারন সম্পাদক আতিকুর রহমানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।