নিউজ সময় ডেস্ক: ৮ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে পরিবহন ধর্মঘট চলছে। নরসিংদীর পাচঁদোনা, সাহেপ্রতাপ মোড়ে রিকশা, সিএসজি, প্রাইভেটকার ও পাজারো গাড়ীর চালকসহ মুখে কালি মেখে কান ধরে উঠবস কারায় শ্রমিকরা।
এছাড়া ঢাকা-সিলেট মহসড়কের সাহেপ্রতাপ মোড়ে পুলিশ লাইনের সামনে নৈরাজ্য সৃষ্টি করে শ্রমিকরা রোগী সহ এ্যাম্বুলেন্স আটকে দেওয়া সহ মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রাখে।
সকাল ৭টা থেকে সাহেপ্রতাব মোড়, পাচঁদোনা মোড়ে মহাসড়ক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেনে শ্রমিকরা। এসময় মহাসড়কে ট্রাক ও মালবাহী গাড়ী মাঝপথে রেখে যানচলাচল বন্ধ করে দেয়া হয়। ‘ধর্মঘটের ঘোষণা না পর থেকেই শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি,রিকশা থামিয়ে যাত্রীদের নামিয়ে দিতে দেখা যায়। বাধা দিলেই লাঞ্ছিত করা হচ্ছে। মুখে কালি মেখে দিচ্ছে। রিকশা চালকদের মুখেও কালি মেখে দিতে দেখা গেছে।