নরসিংদী প্রেসক্লাবের সাংবাদিক প্রীতি রঞ্জন সহার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার(২৩ ডিসেম্বর) দুপুবে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সাংবাদিকরা। নরসিংদী প্রেসক্লাব, নরসিংদী সংবাদপত্র পরিষদসহ জেলায় কর্মরত সকল সাংবাদিক,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারন সম্পাদক মাজহারুল পারভেজ ,নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, আবদুর রহমান ভূইয়া,হাবিবুর রহমান,একে ফজলুল হক, নুরুল ইসলাম,এম.এ আউয়াল, সহ জেলার সর্বস্তরের সাংবাদিক বৃন্ধ।
সন্ত্রাসীদের গ্রেফতার না করায় রায়পুরা থানার ওসি মহসিনকে প্রত্যাহার সহ সাংবাদিক প্রীতি রঞ্জন সাহার উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও ঘটনার সাথে জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। উল্লেখ, গত শনিবার রাতে বাসায় ফেরার পথে রাত সাড়ে ১ টার দিকে একদল সন্ত্রাসী সাংবাদিকের উপর হামলা চালায়। তাকে মারাত্মক আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।