মো: শফিকুল ইসলাম
নরসিংদীতে বিশ^ সাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ১১৯ তম ভ্রাম্যমান বই মেলার উদ্বোধন করা হয়েছে। আজ ১৯ জানুয়ারি নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ১১৯ তম ভ্রাম্যমাণ বই মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার উপপরিচালক ড. এ টি এম মাহবুব উল করীম। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার কোঅর্ডিনেটর দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নরসিংদী জেলা কোঅর্ডিনেটর মোঃ আনিসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, প্রফেসর সূর্য কান্ত দাস, প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শাহরুখ খান, নরসিংদী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাজহারুল পারভেজ, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলী হোসেন শিশির, নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, কাউন্সিলর ইয়াসমিন সুলতানা প্রমুখ।
ভ্রাম্যমাণ বইমেলা ১৯-২২ জানুয়ারি প্রতিদিন বেলা ২ টা থেকে রাত ৮ পর্যন্ত চলবে। মেলা থেকে বই কিনলে ২৫ , ৩০ পারসেন্ট ডিসকাউন্ট পাওয়া যায়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নরসিংদী আইডিয়াল হাই স্কুল ও নরসিংদী বিয়াম জিলা স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।প্রধান অতিথির বক্তব্যে ড. মাহবুব উল করীম বলেন, শিক্ষার্থীদের ফেইসবুকিং থেকে বইমুখী করতে হলে বইমেলা প্রয়োজন। তিনি কোমলমতি শিক্ষার্থীদের বইমুখী করার জন্য শিক্ষক অভিভাবকদের বইমেলায় আসার আমন্ত্রণ জানান।