মোঃ শফিকুল ইসলাম: নরসিংদী জেলা বাউল শিল্পি পরিষদের উদ্যোগে বাউল শিল্পি শরিয়ত সরকার এর বিরুদ্ধে ষরযন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে র্যালী ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে শত শত বাউল শিল্পিরা র্যালিসহ মানববন্ধনে অংশগ্রহন করেন।
তারা বলেন, একটি কুচক্রী মহল গ্রাম বাংলার ঐতিহ্য বাউল গানকে নষ্ট করার জন বাউল শিল্পি শরিয়ত উল্লাহর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ মুক্তির দাবি জানান তারা। অন্যাথায় বৃহৎ আন্দোলন করা হবে বলে জানান তারা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নরসিংদী বাউল শিল্পি পরিষদের সভাপতি মোঃ কামাল মোল্লা, আর এ লায়ন সরকার, ইসমাইল সরকার, বীর মুক্তিযোদ্ধা হাকিম দেওয়ান, কাজীমুদ্দিন সরকারসহ বাউল শিল্পিরা।
এখানে কমেন্ট করুন: