মো: শফিকুল ইসলাম : নরসিংদী শহর স্বর্ণশিল্পী সমিতির সদস্য (কারিগর)নিরীহ পাপন সেনকে ষড়যন্ত্র মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তার মুক্তির দাবীতে গতকাল রবিবার নরসিংদী শহর স্বর্ণ শিল্পী সমিতির মালিক, কর্মচারী, কারিগর এবং ব্যবসায়ীরা নরসিংদী শহরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
প্রায় একঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তাগন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক স্বর্ণ কারিগর পাপন সেন (২১)কে অবিলম্বে মুক্তি এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। মানববন্ধনে প্রায় কয়েক শত লোক উপস্তি ছিলেন।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি জনৈক সুজন বর্নিক, পাপন সেনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। এব্যাপারে সমিতির পক্ষ থেকে সভাপতি নারায়ন দত্ত নারু ও সাধারণ সম্পাদক রতন চক্রবর্তীসহ প্রায় আড়াইশত স্বর্ণ ব্যবসায়ী জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেছেন।