নরসিংদীর রায়পুরায় মেয়ে হত্যার বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

নরসিংদীর রায়পুরায় মেয়ে হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মা। সংবাদ সম্মেলনে সোনিয়া হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি জানানো হয়। নরসিংদীর ভেলানগরে এ সংবাদ সম্মেলন করেন নিহত স্কুল ছাত্রীর মা ও তার পরিবার। এদিকে পৃথক একটি মামলায় স্কুলছাত্রী হত্যা মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করছে নবীনগর থানা পুলিশ।

নিহত স্কুল ছাত্রী সোনিয়া আক্তারের মা জোসনা সংবাদ সম্মেলনে বলেন, জমিসংক্রান্ত বিষয়ের জের ধরে চাঁনপুর ইউনিয়ন গ্রাম্য মোড়ল বাবুল মিয়া আমাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা দল বল নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। ওই সময় বাবুল মিয়া আমার স্বামীকে মারপিট করতে থাকে। এসময় তাকে বাঁচাতে আমার মেয়ে সোনিয়া এগিয়ে গেলে তাকে টেঁটা বিধিয়ে হত্যা করে।
সংবাদ সম্মলনে অভিযোগ করে জোসনা আরও জানান, আসামিরা হত্যা মামলা প্রত্যাহারের জন্য ভয়ভীতি ও চাপ প্রয়োগ করছে। নয় তো জীবননাশের হুমকি দিয়ে আসছে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোনিয়ার বাবা জালাল মিয়া, চাঁনপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শুক্কুর আলীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

চাঁনপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শুক্কুর আলী বলেন, পুলিশের হাতে গ্রেফতার বাবুল মিয়া পুরো গ্রাম বিশৃঙ্খল করে রেখেছে। তার কর্মকাণ্ডে বাধা দিলেই সে গ্রামের মানুষদের উপর অত্যাচার করে। সে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর করছে। ওই সময় সে মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেন। তার কোন বিচার হয়নি। এর আগেও সে দুইটি হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তার নামে মামলাও আছে। আমরা তার ফাঁসির দাবি জানাচ্ছি।

সোনিয়া (১৩) রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জালাল মিয়ার মেয়ে ও সদাকরকান্দি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির মিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বাবুল সমর্থকরা টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে প্রতিপক্ষ গ্রুপের লোকজনের বাড়িঘর ভাংচুর করে। এসময় জালাল মিয়া নামে এক গ্রামবাসীকে মারধর করতে থাকলে তার মেয়ে সোনিয়া এগিয়ে আসে। এসময় প্রতিপক্ষরা সোনিয়াকে টেঁটাবিদ্ধ করে।

এখানে কমেন্ট করুন: