কোন রাজাকারকে দলের নেতা বানানো যাবে না, নরসিংদীর মনোহরদীতে শারদীয় দুর্গা উৎসবে প্রস্তুতি সভায়, শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন,এমপি

মো.শফিকুল ইসলাম,মতি,নরসিংদী:নরসিংদীর মনোহরদী উপজেলায় হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ অক্টোবর দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন,মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হাসান,ওসি মনিরুজ্জামান,মনোহরদী উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক নুরুল মজিদ মাহমুদ সাদী প্রমুখ্য। প্রধান অতিথি বলেন আপনারা সব সময় সজাগ থাকবেন কোন রাজাকার জামাত যুদ্ধ অপরাধীরা যাতে দলে ডুকতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

কোন রাজাকার যাতে দলের নেতা হতে না পারে সে বিষয়ে লক্ষ রাখতে হবে। হিন্দু ভাইয়েরা শান্তিতে ধর্মীয় উৎসব পালন করবে কেউ শান্তি ভঙ্গ জনক কার্যকলাপ না করতে পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

সভায় সরকারের পক্ষথেকে মন্দীরের জায়গা ক্রয়ের জন্য ৫ লক্ষ টাকা প্রদান করেন এবং মন্দীরের জায়গা পরিদর্শন করেন শিল্প মন্ত্রী। সরকারি সিদ্ধান্ত মোতাবেক এ বছর আনসার-ভিজিপি ও পুলিশ বাহিনীর সদস্য ছাড়াই এ বছর স্বেচ্ছাসেবক দিয়ে শারদীয় দুর্গা পূজা উদযাপিত হবে।

এখানে কমেন্ট করুন: