মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী:
নরসিংদীতে সরকারি কলেজগুলোতে কর্মরত বেসরকারি কর্মচারীরা পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ২০ অক্টোবর, সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য, ইলিয়াছ,মাহবুব মৌলা,মনিরুল ইসলাম প্রমুখ।তারা বলেন, দৈনিক মজুরি ভিত্তিতে সরকারি কলেজ কর্তৃপক্ষ তাদের নিয়োগ দিয়েছেন। তারা অনেকেই ২০-২৫ বছর ধরে নামমাত্র মজুরি নিয়ে কাজ করে আসছেন। তাদের নির্দিষ্ট বেতন স্কেল না থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন।
সরকারি কর্মচারী হিসেবে বেতন স্কেলের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা এ ছাড়াও প্রতিষ্ঠানিক ক্রটির কারনে কাউকে বঞ্চিত না করে কলেজ সরকারি করনের তারিখে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এডহক নিযোগের দাবিতে মানববন্ধন করেন তারা।
উক্ত তারিখের মধ্যে দাবী না মানলে কঠোর আন্দলনের ঘোষনা দেন তারা। পরে জেলা প্রশাসকের নিকট একটি স্বারক লিপি প্রধান করেন তারা।