মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী :
নরসিংদীতে অপু ভৌমিক নামের এক যুবক কে গলা কেটে হত্যা করেছে দুর্বুত্তরা। গত মঙ্গলবার রাতে রায়পুরা থানার করিমগঞ্জ সড়ক সেতুতে এই ঘটনা ঘটে। নিহত অপু ভৌমিক (২৫) নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর নাগেরবাড়ি এলাকার আমর ভৌমিকের ছেলে। সে বেশ কিছুদিন পূর্বে তার স্থানীয় সঙ্গীদের সাথে বিরোধের কারণে ইন্ডিয়া চলে যায়। ঘটনার কিছুদিন পূর্বে সে বাড়ি ফিরেছিল।
ঘটনা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার স্বন্ধায় অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত তিন যুবক। সেদিনউ রাতে রেললাইন সংলগ্ন নরসিংদী-রাযপুরা রাস্তার করিমগঞ্জ ব্রীজের এখানে রক্তাক্ত আবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পথে চলাচলকারী সিএনজির চালকগণ। উদ্ধারকারীরা প্রথমে দূর্ঘটনা ভাবলেও হাসাপাতালে নেয়ার যুবকের গলা কাটা দেখা যায়।
অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা খবর পেয়ে তাকে এ্যম্বুলেন্স যেগে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু ঘটে। করিমগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, সিএনজি চালকগণ দূর্ঘটনায় আহত মনে করে তাতে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার গলা কাটা পাওয়া যায়।
প্রথমে নরসিংদীর সদর থানা নিহতের সুরতাহাল ও ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে ঘটনাস্থল রায়পুরা থানা এলাকায় হওয়ায় পরবর্তী কার্যক্রম রায়পুরা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় হত্য মামলা দায়েরের প্রস্ততি চলছে।