স্টাফ রিপোটার:
নরসিংদী শহরের প্রাণকেন্দ্র ডিসি রোডে স্টেডিয়ামের পশ্চিম পাশে দিনে দুপুরে ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে দুই লাখ বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা এলাকায় ত্রাস সৃষ্টি করে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তদের চাপাতির আঘাতে আহত ব্যবসায়ী তানিম হোসেন ও তার ভাই কাউছারকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন আছে।
আহত ব্যাবসায়ী বিলাসদী মহল্লার দেলুয়ার হোসেনের ছেলে, দেলুয়ার হোসেন ও স্বজনেরা জানায়, ব্যাবসায়ী তানিম শেখের চর(বাবুর হাট)বাজারে কাপড়ের ব্যাবসা করে, দুপুরে কাপড় ক্রয় করার জন্য নগদ দুই লাখ বিশ হাজার টাকা নিয়ে বাজারে যাওয়ার পথে স্টেডিয়ামের সামনে পৌছা মাত্রই উতপেতে থাকা তরুয়া এলাকার মৃত সাদেকের পুত্র সজিব(২৩)মৃত আ:মান্ননের পুত্র শাহাদত(২৪)জামির হোসেনের পুত্র শাকিল(২৭)আশিক(১৯),তারেক(২৩),সৈকত(২৩)সজিব(২৪),রাসেল(২৪),সহ অজ্ঞাত নামা ৪/৫ সন্ত্রাসীরা তানিমকে রাস্তা থেকে টানা হেছড়া করে স্টেডিয়ামের পশ্চিম পাশে^ নিয়া যায়।
টাকা দিতে না চাইলে তারা তানিম ও ভাই কাউছারকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে তাদের সাথে থাকা দুই লাখ বিশ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর ত্রাসের সৃৃষ্টি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত তানিম ও তার ভাই কাউছারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বলেন, আহত যুবকদের মাথায় ও মুখে আঘাত পেয়েছে তাদের মাথায় সিলি করে রক্ত বন্ধ করে দিয়েছি বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। অভিযোক্তদের বক্তব্যর জন্য তাদের খোজ পাওয়া যায়নি যার ফলে তাদের বক্তব্য দেওয়া সম্বব হল না।
নরসিংদী মডেল থানার ওসি বিল্পব কুমার চৌধুরী বলেন, ব্যাডমিন্টন খেলা নিয়ে দুই পক্ষ কথাকাটা কাটি হয়। এর জেরধরে সকালে ও উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরের বিকালে উভয় পক্ষের মধ্যে পুর্নরায় হামলার ঘটনা ঘটে। এতে তারা আহত হয়। তবে দুই পক্ষই অভিযোগ দিয়েছে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে।