নরসিংদী পৌরসভা ও মাধবদী পৌরসভায় নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারী

স্টাফ রিপোর্টার: চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি নরসিংদী পৌরসভা ও মাধবদী পৌরসভা সহ ৫৬ টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।

নরসিংদী পৌরসভায় আগের মতো ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সাথে মাধবদী পৌরসভাকে ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে সকাল আটটা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর রবিবার (৩ ডিসেম্বর) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

কিসের ভিত্তিতে ইভিএম এবং ব্যালট পেপার জানতে চাইলে ইসি সচিব মো. আলমগীর বলেন, ‘যে সব পৌরসভাকে ঝুঁকিপূর্ণ মনে করেছে কমিশন, সেগুলোতে ইভিএমে ভোটের সিদ্ধান্ত হয়েছে। বাকিগুলোতে ভোট হবে ব্যালট পেপারে।’

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

এখানে কমেন্ট করুন: