![](https://newssomoy.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী:নরসিংদী জেলা আইন জীবী সহকারী সমিতির নব নির্বাচিত কার্য নির্বাহী সংসদ ২০২১ ইং এর নব নির্বাচিত কার্য নির্বাহী সাংসদবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে নরসিংদী জেলা আইনজীবী সহকারী সমিতিতে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নব নির্বাচিত কার্য নির্বাহী সাংসদবৃন্দের শুরুতে শপথ নেন নরসিংদী জেলা আইন জীবী সহকারী সমিতির সভাপতি জহিরুল ইসলাম(জামিল)মোাল্লা,সাধারন সম্পাদক হাফিজুল্লাহ খান(বকুল) সহ সাধারন সম্পাদক মো.রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন নরসিংদী জেলা আইন জীবী সমিতির সভাপতি এড আলহাজ¦ আবদুল বাছেদ ভূইয়া, সাধারন সম্পাদক এড আলহাজ¦ মোহাম্মদ শহিদুল্লাহ মিয়া সহ আইন জীবী ও আইন জীবী সহকারীররা উপস্থিত ছিলেন।
তারা বলেন আইন জীবীরা দেশের প্রথম শ্রেনীর নাগরিক, আইন আশ্রয়ী জনগনকে আইনের সেবাদিতে দিয়ে জনগনকে আইনী সহযোগীতা দিয়ে থকেন আপনারাও আমাদের অংশ আদালতে শৃঙ্খরা বজায় রাখবেন আইন আশ্রয়ী জনগনের সাথে ভালো ব্যবহার করবেন। জনগন যাতে সহজেই আইনী শেবা পেতে পারে তার ব্যবস্থা করবেন। বার ব্রেঞ্চকে এক সাথে কাজ করতে হবে। কেউ দুর্নীতি করবে না আর র্দুনীতি করলে কেউ ছাড় পাবেনা।