নরসিংদী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের কলেজের অধ্যক্ষের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে। অধ্যক্ষের পদত্যাগের প্রতিবাদে আজ রোববার ক্লাস বর্জন করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা।

রোববার দুপুর ১টা থেকে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। ‘অধ্যক্ষকে ফিরিয়ে দিন, নয়তো টিসি দিন’- লেখা সম্বলিত বিভিন্ন শ্লোগান দেয় তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাদির মোল্লা সিটি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন নামে একটি পেজে লিখেছেন, ‘ড. মশিউর রহমান মৃধা একজন ভালবাসার মানুষের নাম। ওনার সূক্ষ্ম ধ্যান আর অতুলনীয় নেতৃত্বে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ এগিয়ে যাচ্ছিল। যখনই মোল্লা সাহেব নিজের হাতে কলেজের হাল ধরলেন, তখনই কলেজ তার সম্মান হারাতে যাচ্ছে…!

ব্যবসায়ী মাইন্ডের মোল্লা সাহেব সিনিয়র শিক্ষকদের বেশি বেতন দিতে হয় বলে ওনাদের কলেজ থেকে বের করার নীলনকশা তৈরি করেছেন। তার এই নকশায় প্রথম বলি হন প্রফেসর ড. নজরুল ইসলাম স্যার, ড. কামাল হোসেন স্যারসহ পদার্থ বিজ্ঞান বিভাগের সকল সিনিয়র শিক্ষকবৃন্দ।

টিটু স্যার, বাতেন স্যার যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন কলেজের জন্য ওনাদেরকেও ছাড় দেয়া হয়নি। এই নীলনকশা অপমান থেকে মুক্তি পেতে কলেজ ছেড়েছেন কলেজে বস নামে পরিচিত কামরুজ্জামান স্যার, ওয়াহিদ স্যার, জাহাঙ্গীর স্যার, অঞ্জন স্যারসহ আরও অনেকে। অবশেষে প্রেন্সিপাল স্যার নিজের সম্মান বাঁচানোর জন্য রিজাইন নিলেন।

আবদুল কাদির মোল্লা মহোদয়কে সকল এলামনাই এর পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে আপনার এসব হলি খেলা বন্ধ করুন। আমাদের শিক্ষকদের সম্মান বাঁচান।’

এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলেও তারা ফোন ধরেননি।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *