মো. হৃদয় খান: মুজুরি কমিশন বাস্তাবায়নসহ ৯ দফা দাবি আদায়ে নরসিংদীতে রেললাইন অবরোধ করেছে পাটকল শ্রমিকেরা। এসময় ট্রেনের বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভাঙচুর ও রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শ্রমিকেরা।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল ১১টার দিকে ইউএমসি জুট মিলের শ্রমিক কর্মচারীরা শহরের বাসাইল রেলগেট ও তরোয়া এলাকায় বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রেল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মজুরি কমিশন বাস্তাবায়নসহ ৯ দফা দাবিতে গত চারদিন ধরে কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করছে ইউএমসি জুট মিলের শ্রমিক কর্মচারীরা। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইউএমসি জুট মিলের শ্রমিক কর্মচারীরা বাসাইল রেলগেট এলাকা অবরোধ করে।

এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেসের একটি ট্রেন থামিয়ে ফেলে। পরে উত্তেজিত শ্রমিকেরা ট্রেনের বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভাঙচুর করে। পরে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

খবর পেয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে বেলা ১২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

এখানে কমেন্ট করুন: