নিউজ সময় ডেস্ক: নরসিংদী পবিত্র রমজান মাসকে সামনে রেখে এখন থেকেই গরুর মাংসের দাম বাড়িয়ে দিয়েছে গোশতব্যবসায়ীরা। ৪০০ টাকা কেজির গরুর মাংস এখন বিক্রি হচ্ছে সাড়ে ৫০০ টাকা থেকে ৫৫০ টাকা পর্যন্ত।
প্রতি বছর রমজান মাস এবং রমজানের ঈদ এলেই ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে গরুর মাংসের দাম বাড়িয়ে দেয়। একবার মাংসের দাম বাড়লে পরে আর কখনো দাম কমেছে বলে নজির পাওয়া যায়নি।
এভাবে স্বাধীনতা-উত্তর কাল থেকে এই পর্যন্ত গরুর মাংসের মূল্য ৩০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকায় এসে দাঁড়িয়েছে। ধনিক শ্রেণীর লোকেরা এই চড়া দামেই নিঃশব্দে ১০ কেজি ১৫ কেজি করে গরুর মাংস কিনে নিয়ে যাচ্ছে। আর সাধারন স্বল্পআয়ের মানুষ বঞ্চিত হচ্ছে গরুর গোশত’র স্বাদ থেকে। এই দুর্মূল্যের বাজারে সাধারণ মানুষ এখন গরুর গোশত খাওয়ার কথা চিন্তাই করতে পারছে না।
গত ২ মাস আগেও নরসিংদী শহর এলাকার বাজারগুলোতে এক কেজি গরুর মাংস বিক্রি হয়েছে ৪০০-৪৫০ টাকা। রমজান মাসকে সামনে রেখে মুনাফাখোর ব্যবসায়ীরা হঠাৎ কেজিপ্রতি গোশতের দাম বাড়িয়েছে ৫০-১০০ টাকা।
গরুর মাংসের এই মূল্য এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। অর্থাৎ দেশের ৮০ ভাগ মানুষের পক্ষে গরুর গোশত কিনে খাওয়া কঠিন হয়ে পড়েছে। গরুর গোশত পরিণত হয়েছে এখন ভাগ্যবানদের খাবারে।
এখানে কমেন্ট করুন: