নরসিংদীর মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়।। আজ রোববার সকালে বাংলা নববর্ষের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা কমপ্লেক্রে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী সরকারি ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয়।
পরে কলেজ প্রাঙ্গনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পমন্ত্রী বলেন, ‘নববর্ষ এবং মুক্তিযুদ্ধের চেতনা একই সূত্রে গাঁথা। আর এই নববর্ষের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। বাঙালি জাতির ইতিহাস এবং ঐতিহ্যকে লালন করে বাংলা নববর্ষ। সোনার বাংলা গড়তে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন এ নববর্ষে আমরা অঙ্গীকার করছি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একসঙ্গে কাজ করে যাব।
আগামী প্রজন্ম এ নববর্ষকে লালন এবং ধারণ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।এ সময় উপস্থিত ছিলেন-মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিয়া আক্তার শিমু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায় ও মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশীদ সুজন প্রমুখ।