নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্ধোগে পহেলা বৈশাখ উপলক্ষে হাতে নিয়েছেন যাত্রা সহ বিভিন্ন কর্মসূচী

মো: শফিকুল ইসলাম মতি নরসিংদী :
নরসিংদীতে পহেলা বৈশাখ উপলক্ষে জেলা ও উপজেলা সহ গ্রাম পর্যায়ে বিদ্যালয় গুলোতে নানা কর্মসূচী হাতে নিয়েছে কর্তৃপক্ষ। বাহারী রঙে বিভিন্ন স্মৃতিতম্ভ সাজাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও কলা-কৌশলীরা।

এটাই যেন শেষ নয় কুমারী বাড়ীতে চলছে মাটির তৈরী হাড়িগুলোতে বিভিন্ন রঙবেরঙে সাজিয়ে পহেলা বৈশাখের মেলাতে বিক্রি করতে ছেলে মেয়ে সহ সবাই বিভিন্ন নকশী তৈরীর জন্য মাটির হাড়িতে কাজ করছে। প্রতিবছরের মত এবারও এই জেলায় বাংলা নতুন বছরকে বরণ করতে জেলা প্রশাসনের উদ্ধোগে আয়োজন করা হয়েছে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার।

মঙ্গল শোভাযাত্রার জন্য হাতি, ঘোড়া, বাঘ, মাছ, ময়ূর, পাখি, ঘুড়ি ইত্যাদি তৈরি এখন শেষ পর্যায়ে। এছাড়া কাগজ দিয়ে তৈরি করা হয়েছে নানা রকম মুখোশ। বাঙালি সংস্কৃতি ধরে রাখতে এই আয়োজন বলে জানালেন আয়োজকরা। ব্যবসায়ীরা জানালেন, নববর্ষ উপলক্ষে বেচাকেনা বেশ ভালো। এদিকে বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন আয়োজকরা।

বৈশাখ উপলক্ষে এদিকে বিভিন্ন স্কুল কলেজে নাটকে অভিনয় করার জন্য কর্মীদের রিএক্সেল করানো হচ্ছে। এদিকে নরসিংদী জেলা প্রশাসকের উদ্যোগে সকাল ৯ টায় একটি মঙ্গল শোভাযাত্রা মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম হইতে দোয়েল চত্বর (মালাকার মোড়) ঘুরে কলাস্টিকা মডেল কলেজ হয়ে জেলা শিল্পকলা একাডেমী নতুন পর্যন্ত। নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেছেন, নেয়া হয়েছে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা।

এখানে কমেন্ট করুন: