মো. হৃদয় খান: নরসিংদীতে আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টাসের ডিআইজি (অ্যাডমিন ও ডিসিপ্লিন) হাবিবুর রহমান।

এসময় প্রধান অতিথি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডিকে জাতীয় খেলা ঘোষনা করেছিলেন। জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও জাতীয় দিবসকে আমরা যেভাবে মর্যাদা দিয়ে মূল্যায়ন করি তদ্রুপ জাতীয় খেলা কাবাডিকেও আমাদের মূল্যায়ন করতে হবে। কাবাডি খেলাকে যথাযথ পৃষ্ঠপোষকতা করার জন্য জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। নরসিংদীতে একটি আন্তর্জাতিক মানের কাবাডি স্টেডিয়াম নির্মান করা হবে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক ও বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম(বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বিপিএম,পিপিএম।

পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, মনোহরদী উপজেলা চেয়রাম্যান সাইফুল্লাহ ইসলাম খান বীরু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান, নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী ও গোলাম মোস্তফা মিয়া, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মিজানুর রহমান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহিন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু প্রমূখ।

কাবাডি খেলার ফাইনাল দেখার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। খেলায় দলগুলোর মধ্যে ব্যাপক প্রতিদ্বন্ধিতার সৃষ্টি হয়। সাড়া পড়ে উপস্থিত দর্শক ও অতিথিদের মাঝেও। জাতীয় খেলা কাবাডি যেন বহুদিন পড়ে তার প্রাণ ফিরে পায় নরসিংদী মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজন কাবাডি ফাইনালে আগত সবার প্রশংসা কুড়িয়েছে।

এখানে কমেন্ট করুন: