চলতি অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে বিড়িতে ২৪.২০ শতাংশ শুল্ক বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়ার নিজ বাড়ী নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামে মঙ্গলবার বিকালে শত শত বিড়ি শ্রমিকের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নরসিংদী জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আশরাফুল আলম, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বক্তব্য রাখেন।
তারা বিড়ির দাম ১৪ টাকা থেকে কমিয়ে ১০ টাকা, বিড়ি শিল্পকে অবিলম্বে কুটির শিল্প ঘোষণা, বিড়ির উপর অগ্রিম আয়কর বাতিল করা এবং শ্রমিকদের নূন্যতম মজুরী প্রতি হাজারে একশ টাকা করার দাবী জানান। পাশাপাশি সিগারেটের সম্পূরক শুল্ক দাবী জানান তারা।এ সময় শ্রমিকলীগ ও শ্রমিক ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।