মো. হৃদয় খান: নরসিংদীতে ভূয়া পরিচয় ও জাল কাগজপত্র দিয়ে পাসপোর্ট করার সময় দালালসহ এক সুন্দরী রোহিঙ্গা তরুনীকে আটক করা হয়েছে। আটককৃত রোহিঙ্গা তরুনীর নাম ইয়াছমিন আক্তার (২০) ও দালাল ইমান আলী (৪০)। আটকের পর তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজাহান কবির।
জানা যায়, রবিবার দুপুরে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য কাগজপত্র জমা দিলে অফিস কর্মকর্তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা তরুনীকে সনাক্ত করা হয়। আটককৃত দালাল ইমান আলী লক্ষীপুর জেলার রায়পুরের লুদুয়া গ্রামের তরিক আলীর ছেলে। সে একজন গাড়ী চালক এবং পাচ হাজার টাকার বিনিময়ে পাসপোর্ট অফিসে এসে রোহিঙ্গা তরুনীকে ফিঙ্গার প্রিন্ট দেওয়া কথা ছিল সে বলে জানায়।
নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস এর সহকারী পরিচালক সাজাহান কবির জানান, দুপুরে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য কাগজপত্র জমা দিলে অফিস কর্মকর্তাদের সন্দেহ হলে তাদেরকে আটক করি।
পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে দালাল ইমান আলী স্বীকার করে সে একজন রোহিঙ্গা তরুনী। ইতোমধ্যে তাদেরকে নরসিংদী মডেল থানার পুলিশের কাছে র্সোপদ করা হয়েছে।