মো. হৃদয় খান: দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর নরসিংদী-গুলিস্তান রুটে আবার চালু হয়েছে সরকার নিয়ন্ত্রিত পরিবহন বিআরটিসির ১০ টি এসি বাস সার্ভিস। আজ মঙ্গলবার বেলা ১১টায় নরসিংদীর বাস ডিপোতে এ সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম জামেরী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পোর মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক।

নরসিংদী ডিপোতে ১০ টি বিলাসবহুল বাস সংযুক্ত হয়েছে। কাউন্টার সার্ভিসভিত্তিক এসি বাসের টিকিটের মূল্য ধরা হয়েছে ১৩০ টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত এ বাসের সিট সংখ্যা ৫১টি। অত্যাধুনিক সব সুবিধা রয়েছে এসব বাসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বলে, নরসিংদী-গুলিস্তান রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১০ বছর ধরে নানা কারণে এ রুটে বিআরটিসি সার্ভিস বন্ধ রয়েছে। এটি খুব দুঃখজনক। এ রুটে আবার বিআরটিসি বাস সার্ভিস চালুর উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে বিলাসবহুল ১০ টি এসি বাস চালু করা হয়েছে। যদিও চাহিদা ছিল আরো বেশি। পর্যায়ক্রমে আরো বাস আসবে।

এখানে কমেন্ট করুন: