মো. হৃদয় খান: নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে ডিজিটাল রেকর্ডরুমের সফটওয়ারের উদ্বোধন করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর সোমবার বিকালে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি রেজাউল হক এ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ, নারী শিশু নির্যতন ট্রাইবুনালের বিচারক জুয়েল রানা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শারমীন জাহান, নরসিংদী জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. মোঃ শাজাহান মিয়া, সাধারন সম্পাদক এড. তারেক মোঃ লুৎফর রহমানসহ বিচারক ও কর্মকর্তা- কর্মচারীরা।

বিচারপতি বলেন, বিগত বহু বছরের নিসপত্তিকৃত মামলা মোকাদ্দমা প্রচুর নথি র‌্যাগে জমা থাকায় মামলা মোকাদ্দমা নাম্বার দিয়ে নথি খুজে পাওয়া সময় সাপেক্ষ কাজ ছিলো। নতুন দুটি সফটওয়ার উদ্বোধনের ফলে রেকর্ড রুমের ডিজিটাল ইনডেক্স হিসেবে কাজ করবে এবং শুধুমাত্র মামলা মোকাদ্দমা নম্বর সাহায্য অল্প সময়ের মধ্যে নথি খুজে পেতে সাহায্য করবে। বিচারপতি মোঃ রেজাউল হক আরো বলেন, সফটওয়ার ২ টি উদ্বোধন করা কালে সফটওয়ারগুলোর প্রশংসা করেন এবং দ্রুত বিচারিক সেবা প্রদানের ক্ষেত্রে এগুলো ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ডেক্সটপ সফটওয়ার দুটি প্রস্তুত করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ডরুমের দ্বায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মঈনুদ্দিন কাদির ও জেলা জজ আদালতের রেকর্ডরুমের দ্বায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী জজ নাসিমা তালুকদার মুনমুন। এ বিষয়ে সার্বিক সহযোগীতা করেন সফটওয়ার দুটিতে ডাটা এন্ট্রির কাজ চলছে। এই জনগুরুত্বপূর্ণ কাজটি সুন্দর ও সঠিকভাবে সম্পূর্ণ করতে আরো প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার দরকার বলে জানান তিনি।

এখানে কমেন্ট করুন: