মো. হৃদয় খান: উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে নরসিংদী পৌরসভা।

সড়ক উন্নয়ন, ফুটপাত, ব্রিজ নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়নে পাল্টে যাচ্ছে দৃশ্যপট। চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে ভোগান্তি থেকে মুক্তির পাশাপাশি বাড়বে নাগরিক সুবিধা।

ইতিমধ্যেই অনেক কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করতে পৌরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র কামরুজ্জামান কামরুল।

বাংলাদেশের প্রাচীন ইতিহাস সমৃদ্ধ শিক্ষা, শিল্প ও ঐতিহ্য খ্যাত পৌরসভা নরসিংদী। প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থীসহ লক্ষ লক্ষ মানুষের যাতায়াত এই শহরে। তবে যাতায়াত ব্যবস্থা নাজুক থাকায় যানজটসহ নানা ভোগান্তি পোহাতে হতো শিক্ষার্থীসহ সকল মানুষকে। একটু বৃষ্টি হলেই পানি-কাদায় চলাচলের অনুপযোগী হয়ে উঠত রাস্তাঘাট। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তাঘাটে ময়লাযুক্ত পানি জমে থাকতো।

নরসিংদীবাসীর প্রধান দুর্ভোগ ছিলো যনজট। শহরের প্রধান সড়কে রাস্তার অবস্থা নাজুক থাকার কারনে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হতো স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ লক্ষ লক্ষ মানুষকে। তাই নরসিংদীবাসীর প্রানের দাবি ছিলো রাস্তা প্রশস্তকরন করে শহরকে যানজটমুক্ত করা।

নরসিংদীবাসীর প্রানের দাবি পূরনে এবং দুর্ভোগ কমাতে পৌর মেয়র কামরুজ্জামান কামরুল শুরু করেন উন্নয়ন কাজ। যার বেশিরভাগ উন্নয়ন কাজ বর্তমানে দৃশ্যমান। অল্প কয়েক দিনের মাঝে নরসিংদী শহরটি হয়ে উঠবে আধুনিক নান্দনিক মায়াময় শহর। নরসিংদীর লাখো জনতা এই উন্নয়নকে সমর্থন জানিয়ে পৌর মেয়র কামরুজ্জামান কামরুলকে ধন্যবাদ জানিয়েছেন।

নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল জানায়, নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, একটি যানজটমুক্ত শহর। নরসিংদীকে আধুনিক নান্দনিক মায়াময় শহর হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেছি। পৌরবাসী এই উন্নয়নকে স্বাগত জানিয়েছে। উন্নয়নের কাজের বেশিরভাগই এখন দৃশ্যমান। আশা করছি বাকি প্রকল্পের কাজগুলো শেষ হলে নরসিংদী হয়ে উঠবে একটি আধুনিক নান্দনিক মায়াময় শহর।

এখানে কমেন্ট করুন: