মো. হৃদয় খান: করোনাভাইরাস প্রতিরোধে যখন সবাই আতঙ্কিত, ঠিক তখনই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। করোনা মোকাবিলায় পথচারী ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।
প্রতিদিনই মেয়র কামরুজ্জামান অসহায় দরিদ্র রিক্সাচালক ও পথচারীদের মাঝে মাস্ক, হ্যান্ডওয়াশ, সাবান ও হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
এছাড়াও মুজিব শতবর্ষ উপলক্ষে নরসিংদীতে প্রায় ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ডওয়াশ, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী বিতরণ করেছেন।
দরিদ্র রিক্সাচালক সালাম মিয়া জানায়, ‘আমি গরীব মানুষ। ভালো করে দু-মুঠো খাওয়ার টাকাই যোগে না, মাস্ক-হ্যান্ডওয়াশ এইগুলা পামু কই। কিন্তু পৌর মেয়র কামরুজ্জামান কামরুল ঠিকই আমাদের মাঝে মাস্ক হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার বিতরন করেছে। বিপদে আপদে অন্য কোন নেতাকে খুজে পাওয়া যায় না। একমাত্র কামরুল ভাই সবসময় আমাদের সুখ-দুঃখে পাশে এসে দাড়ায়।’
সাটিরপাড়া এলাকার সাদ্দাম হোসেন জানায়, আমাদের নরসিংদী জেলা বর্তমানে করোনা আতঙ্কে বিরাজ করছে। ভোটের আগে অনেক নেতারাই হুমরি খেয়ে পড়ে। কিন্তু বিপদের সময়ে কাউকে খুজে পাওয়া যায় না। একমাত্র পৌর মেয়র কামরুজ্জামান কামরুল ভাইকেই সবাই বিপদে আপদে পায়।
নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল জানায়, ‘বিশ্বজুড়ে করোনাভাইরাসের বিস্তার ও এর প্রভাবে বাংলাদেশও এখন স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। সকলে সচেতন হলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই অসহায়, গরীব ও দুস্থ্যদের মাঝে বিনামূল্যে মাস্ক, হ্যান্ডওয়াশ, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করছি। নরসিংদীবাসীকে করোনাভাইরাস থেকে নিরাপদ রাখতে এবং সংক্রমণ রোধে এই উদ্যোগ নিয়েছি।