মো. হৃদয় খান: নরসিংদীতে ২০ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের খাবারের দায়িত্ব নিয়েছেন পৌর মেয়র কামরুজ্জামান কামরুল। পৌর মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সেই সাথে পৌর মেয়রের পক্ষ থেকে নরসিংদী জেলার চিকিৎসকদের নিরাপত্তার জন্য ২ হাজার পিপিই দেয়া হবে। নরসিংদীতে জীবানুনাশক স্প্রে করার জন্য পৌরসভায় সংযোজন করা হয়েছে একটি অত্যাধুনিক মেশিন।

পৌর মেয়র কামরুজ্জামান কামরুল বলেন, সারা দেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এটি সকলের জন্য মঙ্গলজনক।

কিন্তু অনেক নিম্ন আয়ের মানুষ সাময়িক সময়ের জন্য সমস্যায় পড়বেন। নরসিংদীর নিম্ন আয়ের ও অসহায় মানুষদের কথা ভেবে আমার ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। নরসিংদীর কোনো মানুষ না খেয়ে থাকবে না।

এ ছাড়াও এসব পরিবারের মানুষদের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য মাস্ক, হাতধোয়ার সাবান ও হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করা হবে।

এখানে কমেন্ট করুন: