মো. হৃদয় খান: নরসিংদীতে করোনা পরিস্থিতিতে কাজ-কর্ম বন্ধ থাকায় বিপাকে পড়া গরিব ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারী কলেজ শাখা ছাত্রলীগ।
আজ সোমবার সকালে নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ শিবলী ২ শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করেন।
সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত চলে বিতরণ কর্মসূচি। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ শিবলী ভ্যানে চড়ে সকলের বাড়ি বাড়ি গিয়ে সবজি পৌছে দেন। ২ শতাধিক পরিবারের মধ্যে শাক-সবজি, টমেটো, বেগুন, করলা, ঢেঁড়শ, কাঁচা মরিচ সহ অন্যান্য সবজি বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিরাজ হক আকাশ, নরসিংদী জেলা ছাত্রলীগ নেতা সাহরিয়ার আহম্মেদ সাহেল, আমির হোসেন বাবু, আলিমুজ্জাম আলি, সানি মাহমুদ ও নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক আশরাফুল আলম রাহাত।
নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ শিবলী জানায়, ‘করোনায় অঘোষিত লকডাউনে দিনমজুর মানুষ কাজ কর্ম করতে পারছে না। তারা অনেক বিপাকে আছেন। তাই কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এই সংকটকালে আমরা সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে ফ্রিতে সবজি দিয়েছি। আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।’