স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে কৃষকদের জমিতে থাকা পাকা ধান কেটে দিচ্ছেন নরসিংদী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২২ এপ্রিল) জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান মিন্টুর নেতৃত্বে প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবী নেতাকর্মীদের একটি টিম সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নের গ্রামের ভাওলা পাশের গ্রামে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিয়েছে।

নরসিংদীর জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান মিন্টুর নেতৃত্বে ধান কাটায় অংশ নেন নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী শহর, নরসিংদী সদর ও মাধবদী থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এদিকে এই মহামারীর সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী।

কৃষক রুস্তম মিয়া বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে কাটার জন্য শ্রমিক খোঁজা হচ্ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে শ্রমিক পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান মিন্টু তার দলীয় নেতাকর্মীদের নিয়ে ক্ষেতের ধান কেটে দিয়েছেন। এ ধান কেটে দেয়ায় কৃষকের খুব উপকার হয়েছে। তাই জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান মিন্টু জানান, সারাদেশে চলছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই সংক্রমণ প্রতিরোধে চলছে লকডাউন। শ্রমিক সংকটের কারণে কৃষকরাও জমির পাকা ধান কাটতে পারছেন না। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্ব দিয়েছেন। তিনি ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিতে। প্রধানমন্ত্রীর এ আহ্বানে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এবং নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন ভূইয়া ও নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল ভাইয়ের সার্বিক সহায়তায় আমরা দরিদ্র কৃষকদের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছি।

ধান কাটার সময় উপস্থিত ছিলেন নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার, সদর থানা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক শেখ শামীম, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা অপূর্ব, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন, নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শিব্বির আহম্মেদ শিবলীসহ নরসিংদী জেলার ছাত্রলীগের নেতাকর্মীরা।

এখানে কমেন্ট করুন: