নরসিংদীতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানদারি সহ বিশেষ কিছু শর্তসাপেক্ষে রবিবার (২৬ এপ্রিল) থেকে নরসিংদীর শেখেরচর বাবুরহাট বাজার সীমিত পরিসরে খোলা রাখার ঘোষনা দিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

করোনা মহামারীর জন্য দীর্ঘ একমাস বন্ধের পর নরসিংদী চেম্বার অব কমার্স ও স্থানীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের অনুমতিক্রমে রবিবার(২৬ এপ্রিল) থেকে সীমিত পরিসরে দোকানপাট খোলা হয়।

আরোপিত শর্তানুযায়ী আগামী ৫ মে পর্যন্ত প্রতিদিন সকাল ০৮ টা থেকে দুপুর ০২টা পর্যন্ত সপ্তাহে ০৭দিন দোকান খোলা যাবে, তবে দোকানে সরাসরি ক্রেতার কাছে পণ্য বেচা যাবেনা।

শুধুমাত্র মোবাইল ফোনে অথবা অনলাইনে অর্ডারকৃত পণ্য আড়তের মাধ্যমে ডেলিভারি দেয়া যাবে। পুরো দোকান খোলা না রেখে একটি মাত্র সাটার খোলা রেখে কার্যক্রম চালাতে হবে। দূরত্ব বজায় রেখে দোকানে শুধুমাত্র তিনজন থাকতে পারবে।

শনিবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আলী হোসেন শিশির (সিআইপি) ও শেখেরচর বাজার বণিক সমিতির সভাপতি ও শিলমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাকির হোসেনসহ স্থানীয় অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনার প্রেক্ষিতে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এ ঘোষণা দেন।

এখানে কমেন্ট করুন: