স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের প্রভাবে দেশের অবরুদ্ধ অবস্থার মধ্যে নরসিংদীর কৃষকেরা বিপাকে পড়েছেন। জেলায় রয়েছে ধানকাটা শ্রমিকের সংকট।

এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে ও পৌর মেয়র কামরুজ্জামান কামরুলের সার্বিক সহায়তায় কৃষকদের পাশে দাড়িয়েছে নরসিংদী জেলা ছাত্রলীগ ও অন্যান্য ইউনিট। প্রতিদিন ছাত্রলীগের বিভিন্ন ইউনিট কৃষকদের ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২৯ এপ্রিল বুধবার ছাত্রলীগের নেতাকর্মীদের উৎসাহ দিতে নরসিংদী শহর ছাত্রলীগকে সঙ্গে নিয়ে কামারগাও এলাকার কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌছে দিয়েছেন পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।

নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি প্রথম থেকেই অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। করোনা পরিস্থিতি মোকাবেলায় নরসিংদীর ২০ হাজার পরিবারের খাবারের দায়িত্ব নিয়েছি। পুরো রমজান মাসব্যাপী প্রতিদিন ৫ হাজার রোযাদার মানুষের জন্য ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে দেশের এই কঠিন পরিস্থিতিতে অসহায় কৃষকদের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ। তাই তাদের উৎসাহ দিতে আমিও তাদের সাথে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছি।

আল্লাহ আমাকে যতদিন বাচিয়ে রাখবেন সাধারণ মানুষের জন্য কাজ করে যাবো।

নরসিংদী শহর শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ধানকাটার সময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান মিন্টু, নরসিংদী শহর শাখা ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার, সিনিয়র সহসভাপতি শেখ রাজিব, সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ শিবলীসহ ছাত্রলীগের অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা।

এখানে কমেন্ট করুন: