স্টাফ রিপোটার:বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারের বেধে দেয়া সীমিত পরিসরে সড়কগুলোতে গণপরিবহন পরিচালনায় স্বাস্থ্যবিধি পালন হচ্ছেকিনা সেই বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে নরসিংদী জেলা প্রশাসন।
বুধবার (৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর ও সাহেপ্রতাব মোড়ে এই অভিযান পরিচালিত হয়। এসময় দুরপাল্লার ও স্থানীয়ভাবে চলাচলকারী যানবাহন থামিয়ে পরিদর্শন করা হয়।পরিদর্শনকালে সরকারী বিআরটিসি বাসসহ বেশ কয়েকটি যাত্রীবাহী বাসে অধিক হারে যাত্রীবহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমান পাওয়া যায়।
এপ্রেক্ষিতে পরিবহনের চালকদের বিরোদ্ধে মামলা দায়ের করে তাদের কাছ থেকে জড়িমানা আদায় করা হয়।নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর মো: শাহরুখ খান এই আদালত পরিচালনা করেন। এসময় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।