স্টাফ রিপোটার:নরসিংদী সদর উপজেলা বাদুয়ারচর মহল্লায় জ্বর ও বুমিতে আক্রান্ত হয়ে খলিলুর রহমানের পুত্র আকিব(২৪) নিহত হয়েছে। গতকাল (১৫জুন) রাত ১০টার দিকে বাদুয়ারচর নিজ বাড়ীতে মারা যান তিনি। তবে যুবকের মৃত্যু নিয়ে দেখা দিয়েছে রহস্য।যুবকের পিতা খলিলুর রহমানর ও স্বজনদের অভিযোগ ছেলেটা একটু এভনরমাল ছিল এলাকার কিছু ছেলে গত ২৫ মে রাতে মারপিট করে নেশাজাতীয় দ্রব্য খায়িয়ে দেয় এর পর থেকেই সে অসুস্থ হয়ে পরে দীর্ঘদিন চিকিৎসা করি পরে অসুস্থ অবস্থায় রাতে নিজ বাড়ীতে মৃত্যু বরন করে আমার ছেলে। আমার ধারনা সে আঘাত জনিত ও নেশা খাওয়ানোর কারনেই মৃত্যু হয়েছে।

কি কারনে মৃত্যু হয়েছে জানার জন্য নরসিংদী সদর হাসপাতালে এনে নরসিংদী মডেল থানা পুলিশকে জানালে এস আই আমিনুল ইসলাম এসে লাশের সুরুত হাল রির্পোট তৈয়ার করে পরে সদর হাসপালের মর্গে পুস মডেম শেষে বিকালে গাবতলী কবরস্থানে তার লাশ দাফন করি।

এলাকা বাসী জানায় খলিলুর রহমানের পরিবারের লোকজনের সাথে এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র সেলিমসহ বেশ কিছু লোকজনের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে একাধিক মামলা চলিতেছে। তার ছেলে নেশা গ্রস্ত ছিল দীর্ঘদিন নিজ বাড়ীতে সিকল দিয়ে দীর্ঘদিন বেদে রাখে অসুস্থ ছেলের চিকিৎসা না করার কারনে গত কাল রাতে নিজ বাড়ীতে মৃত্যু বরণ করে।

জমি নিয়ে বিরুধ থাকার কারনে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার জন্যই মৃত ছেলেকে হাসপাতলে এনে ময়না তদন্ত করে বাড়ীতে নিয়ে বিকালে দাফন করেন। ইতিপূর্বে ও মিথ্যা ডাকাতি মামলা দিয়ে নিরিহ এলাকাবাসীকে হয়রানী করার চেষ্টা করে পরে থানা পুলিশ রুপচান সহ তাদের আটক করে। পরে থানায় মুছলেকা দিয়ে মুক্তি পায় তারা। এ রির্পোট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি। এ ব্যাপারে এলাকায় উভয় পক্ষের পাল্টা পাল্টির অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রশাসনের কেউ কথা বলতে রাজি হয়নি।

এখানে কমেন্ট করুন: