মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী:
নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের যুবলীগের সভাপতি মো.দেলুয়ার হোসেনের সমর্থনে ও আসন্ন ডাংগা ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো.দেলুয়ার হোসেন(দেলু) পক্ষে গ্রামবাসী ও নেতাকর্মীরা আলোচনা সভায় বলেন, আসন্ন ডাংগা ইউনিয়নের নির্বাচনের পর থেকে ডাংগা ইউনিয়নের কোন কাজ হয়নি ডাংগাইউনিয়নের সকল রাস্তাঘাট অচল আমারা ভাল জামাকাপড় নিয়ে রাস্তায় বেড় হতে পারিনা রাস্তার অবস্থা এতটাই খারাপ অসুস্থ কোন রুগীনিয়ে গেলে রাস্তার কারনে পথেই অনেকে মারা যাচ্ছে।প্রতিদিন যাতায়াত করা গাড়ি রাস্তায় নষ্ট হয়ে পরে থাকে একবারেই চলাচলের অনুপযোগী যদি দেলুয়ার হোসেন চেয়ারম্যান হয় তা হলে এই ইউনিয়নে কোন চাঁদাবাজ ও দাসত্বের রাজত্ব থাকবে না।

আগামীতে ডাংগা ইউনিয়নবাসী নিজ নিজ অবস্থান থেকে স্বাধীন ভাবে চলাফেরা করবে,কোন চাঁদাবাজদের ডাংগার মাটিতে স্থান হবেনা। এই ইউনিয়ন কোনো অচল রাস্তা থাকবেনা, জোর করে কেউ দাসত্বের রাজত্ব করতে পারবে না। এটা আমাদের অঙ্গিকার। কোনো শিল্প কারখানা ও ব্যক্তিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দিতে হবে না। আগামীতে ডাংগা ইউনিয়নের সকল রাস্তঘাট পাকা হবে এবং মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি আধুনিক ইউনিয়ন গড়ে তোলা হবে।

বর্তমানে এই ইউনিয়নে নিজের জমি বিক্রি করতে গেলেও অন্যকে চাঁদা দিতে হয়। কিন্তু আগামীতে আসন্ন ডাংগা ইউনিয়নে নির্বাচনে যদি মো.দেলুয়ার হোসেন চেয়ারম্যান পদে জয় লাভ করে তবে কাউকে চাঁদা দিতে হবেনা কেউ কষ্টে থাকতে হবেনা। ডাংগা ইউনিয়ন হবে জনসাধারণের একটি আধুনিক ইউনিয়ন।সোমবার (১০ আগষ্ট) সন্ধ্যায় ডাংগা কাজিরচর বাজারে স্থানীয় গ্রামবাসীদের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে গ্রামবাসী এসব কথা বলেন।

ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল ডাংগা ইউনিয়ন গড়তে নতুনত্বের প্রয়োজন। তাই, নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন,ডাংগা ইউনিয়নের দাসত্বের রাজত্ব ভাঙতে হলে নতুনত্বের কোনো বিকল্প নেই। একমাত্র তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই ডাংগা ইউনিয়নে কোন চাঁদাবাজ থাকবেনা ইউনিয়নকে দাসত্বের রাজত্ব থেকে মুক্ত করা হবে। তাই, চোখের সামনে ঘটে যাওয়া প্রতি-টি অন্যায়ের প্রতিবাদ করে সামনে দিনগুলোতে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় বক্তব্য রাখেন হাজী সুরুজ আলী,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজন আহম্মেদ,হাবি উল্লাহ,মো.হিরন মিয়া,আমজাদ হোসেন,মফিজ উদ্দিন সহ গ্রামবাসী ও নেতাকর্মীরা।

এখানে কমেন্ট করুন: