বিশ্ব মহামারী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার লকডাউন ঘোষণার ফলে কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমুজুরদের মাঝে খাবার বিতরণ করেছে নরসিংদী সদর থানা ছাত্রলীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যরে নির্দেশে নরসিংদী সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার শোয়েব ব্যক্তিগত ব্যবস্থাপনায় এই খাবার বিতরণ করেন।
আজ বিকেলে সদর উপজেলার শেখেরচর বাবুরহাটে ৬০০ অসহায় দিনমুজুর ও ভ্যানচালকদের খাবার বিতরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মাধবদী শহর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রানা, শিলমান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহসিন আলম, নরসিংদী তাঁতবোর্ড ছাত্রলীগের আহ্বায়ক কৌশিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খোরশেদ আলম, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক তানভীর আহমেদসহ সদর থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার শোয়েব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগ অতন্ত্র প্রহরী হিসেবে অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় এই খাবার বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।