Share on Facebook
মো. হৃদয় খান: নরসিংদীর মাধবদী জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার নব্য জেএমবির দুই নারী সদস্য জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামীমা আক্তারের আদালতে এ জবানবন্দি নেয়া হয়।
জঙ্গি আস্তানা সন্দেহে গত ১৫ অক্টোবর রাত থেকে নরসিংদীর শেখেরচরের ভগিরথপুর এলাকায় বিল্লার মিয়ার বাড়ি ও মাধবদী পৌরসভার ছোট গদাইরচর গাঙপাড় এলাকার আফজাল হাজির ‘নিলুফা ভিলা’ নামে বাড়ি দুটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।
পরে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে সোয়াত, র্যাব ও পুলিশের সদস্য নরসিংদীর শেখেরচর বিল্লাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এতে দুই জঙ্গি নিহত হয়। এর একদিন পর মাধবদী নিলুফা ভিলায় অভিযান চালানো হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তোপের মুখে খাদিজা আক্তার মেঘনা (২৪) ও ইসরাত জাহার মৌসুমী ওরফে মৌ (২০) নামে নব্য জেএমবির দুই সদস্য আত্মসমর্পণ করেন। শেখের চরের ঘটনায় এসআই এনায়েত কবির ও মাধবদীর ঘটনায় এসআই বাবু উত্তম কুমার বিশ্বাস বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন।
আসামিদের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামীমা আক্তারের আদালতে হাজির করলে তারা জঙ্গি সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মাধবদী থানার ওসি (তদন্ত) মো. জহিরুল ইসলাম খান (পিপিএম) রিমান্ড শেষে নব্য জেএমবির দুই সদস্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।