আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ।

প্রশাসন ক্যাডারের ডায়নামিক কর্মকর্তা খ্যাত, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ ) মাহমুদ হাসান (অতিরিক্ত সচিব) দেশের অষ্টম ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত গত ১০ জুলাই এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ প্রদান করেন।

ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ^বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে গণিতে অনার্স ডিগ্রী অর্জনকারী মাহমুদ হাসান প্রশাসন ক্যাডারের ১৯৮৯ সালে বিসিএস ৮ম ব্যাচে উত্তীর্ণ হয়ে চাকরীতে যোগ দেন। এরপর সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকসহ মাঠ পর্যায়ের দেশের ৭টি বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ লাভের মধ্যদিয়ে তিনি সবকটি বিভাগেই চাকুরী করার সুযোগ পেয়েছেন। বিভিন্ন সময়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ভারত, চীন, থাইল্যান্ড, সিংগাপুর, ভিয়েতনাম, মালায়শিয়া, যুক্তরাজ্য। সর্বশেষ যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয় থেকে ‘নেগোসিয়েশন এবং লিডারশিপ’-এ উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

নতুন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান ময়মনসিংহের পাশর্^বর্তী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পিতা মরহুম আলহাজ্জ্ব মোমতাজ উদ্দিন হাইস্কুলের একজন আদর্শ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তার গর্বিত মাতা মোছাম্মদ রওশন আরা বেগম। মাহমুদ হাসানের সহধর্মিনী শাহীনা আক্তার একজন আদর্শ গৃহিনী। তিনি দুই পূত্র সন্তানের জনক। বড় ছেলে মাশাহেদ হাসান সীমান্ত জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয় থেকে কৃতিতে¦র সাথে বিবিএ পাস করেছেন। সে ২০০৭ সালে জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করেন। ছোট ছেলে মাশায়েক হাসান সমুদ্র চলতি বছর ঢাকা নটরেডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা সমাপ্ত করেছে।

প্রশাসন ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ ) মাহমুদ হাসান দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহের দ্বিতীয় বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ লাভ করায় বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সুশীল সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *