মো. হৃদয় খান: চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদী সদর উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। বেশিরভাগ কেন্দ্রের সামনে প্রার্থী ও কর্মী-সমর্থকরা রয়েছেন, তবে ভোটার নেই তেমন।

একই রকম চিত্র দেখা গেল নরসিংদী সদরের বেশিরভাগ ভোটকেন্দ্রে।

তবে কয়েকটি কেন্দ্র থেকে সরকারি দলের দুই একজন নেতা নিজের ভোট দেওয়ার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট চলছে বলে প্রচার করতে দেখা গেছে।

সদর উপজেলায় দুটি প্রথম শ্রেণীর পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন নিয়ে মোট ভোটারসংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ১৫৯ জন। নরসিংদী সদর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন জানিয়েছেন, ১৬১ কেন্দ্রের ১ হাজার ৩৪টি কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে। একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৬ প্লাটুন বিজিবি ও দুটি র‌্যাবের টহল টিম নির্বাচনে দায়িত্ব পালন করছে এ নির্বাচনে।

এখানে কমেন্ট করুন: