মো: শফিকুল ইসলাম মতি: নরসিংদীর মনোহরদী উপজেলার কুড়িপাইকা একদুরিয়া ইউনিয়নে ইউপি সদস্য আবুল হোসেন মেম্বারসহ আরো কয়েকজন মিলে দরিদ্র শফিকুল ইসলামের হাত-পা বেধে বাড়ির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ পাওয়া গেছে।

গত ২৬ মে নরসিংদী জেলা প্রশাসক বরাবরে শফিকুল ইসলামের দায়েরকৃত লিখিত অভিযোগে জানা যায়, কুড়িপাইকা মোজাস্থিত আর এস ২০৫ নং দাগে শফিকুল ইসলাম বাড়িঘর নির্মান করিয়া পরিবার পরিজন নিয়া বসবাস করিয়া আসিতেছে। উক্ত বাড়ির পূর্বপাশ দিয়া ৮ ফুট প্রশস্ত রাস্তার জন্য পূর্বেই জায়গা দিয়েছে। পূর্বশত্রুতার জের হিসেবে শফিকুল ইসলামের বাড়ি ঘ্রাস করার উদ্দেশ্যে একদুরিয়া ইউপি সদস্য আবুল হোসেন মেম্বারসহ আরো কয়েকজন শফিকুল ইসলামকে ইতিপূর্বে হাত পা বেধে মারধর করে বাড়ির গাছপালা কেটে বাড়ির উপর দিয়ে পূর্বের ৮ ফুট রাস্তা হইতে পশ্চিম দিকে ৬ ফুট প্রশস্ত করে আরো একটি রাস্তা নির্মানের প্রচেষ্টা করে। এতে বাধা দিলে শফিকুল ইসলাম ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় ইউপি সদস্য। ইউপি সদস্যের দাপটে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

এ ব্যাপারে শফিকুল ইসলাম প্রশাসনের দ্বারে দ্বারে ঘুড়ে বেড়ালেও রহস্যজনক কারনে ইউপি সদস্য আবুল হোসেন বিচার হচ্ছে না। আবুল হোসেনের সাথে এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায় নি। দরিদ্র শফিকুল ইসলাম ইউপি সদস্য আবুল হোসেনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য উধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।

এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেয়া প্রয়োজন।

এখানে কমেন্ট করুন: