মো. হৃদয় খান: ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে নরসিংদীতে ফুলন রানী বর্মণের (২২) নামের এক কলেজছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় সজীব নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে রায়পুরা উপজেলার পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে ৯টায় ফুলনের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তার শরীরের ২০ শতাংশ পুড়ে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসাধীন। দগ্ধ ফুলন বর্মণ বীরপুর মহল্লার যুগেন্দ্র বর্মণের মেয়ে ও নরসিংদীর উদয়ন কলেজের ছাত্রী। গত বছর এইচএসসি উত্তীর্ণ হয়ে কোথাও ভর্তি হননি।

একটি সূত্রে জানা গেছে, দগ্ধ ফুলনের চাচাতো ভাই সুমনের শ্যালক সজিব ফুলনকে পছন্দ করতো। গত দুই বছর যাবৎ ফুলনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সে। কিন্তু ফুলন এতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে সজিব এ আগুন দেওয়ার ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা।

পুলিশ ও দগ্ধ কলেজছাত্রীর পরিবারের সদস্যরা জানান, রাতে সাড়ে ৮টার দিকে তার মামার সঙ্গে দোকানে কেক আনতে যায় ওই ছাত্রী। মামা কেক কিনে দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।

ফুলন কেক নিয়ে বাড়ির আঙিনায় পৌঁছলে অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত তার হাত ও মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে কেরোসিন ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ফুলনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এখানে কমেন্ট করুন: