বগুড়ায় শহরের ওষুধের মার্কেট হিসেবে পরিচিত খান মার্কেটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভিন দেশি যৌন উত্তেজকসহ বিনামূল্যের ওষুধ উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিকালে অভিযানকালে সরকারি ওষুধসহ অবৈধ পথে আসা লক্ষাধিক টাকা মূল্যের ওষুধ উদ্ধার করা হয় এবং ৩টি ওষুধ ফার্মাসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।বগুড়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই

অভিাযানে ড্রাগ সুপারসহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা অংশ নেন।বগুড়া ড্রাগ সুপার আহসান হাবিব জানান, বগুড়া শহরের খান মার্কেটের একতা মেডিসিন সাপ্লাই, পল্লী ফার্মেসি ও মোমিন ফার্মেসি নামে ৩টি ওষুধের দোকানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা এ্যান্টি এলার্জিক ও যৌন উত্তেজক ওষুধসহ

জন্ম নিয়ন্ত্রণের জন্য বিনা মূল্যে সরবরাহের সরকারী ওষুধ (ইনজেকশন) পাওয়া যায়। এসময় এসব ওষুধ জব্দ ও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।সিলেট নগরীর বন্দরবাজার লালদিঘীরপাড়াস্থ হোটেল সুপার (আবাসিক)-এ আকস্মিক অভিযান চালিয়েছে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ নারীসহ মোট ১০ জনকে আটক করেছে পুলিশ।বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালায় কোতায়ালী থানা পুলিশ।আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার বাজার হাট থানার পিংকি (২৫), গাজীপুর জেলার শ্রীপুর থানার কাননবাজারের পান্ন

(২৬), ময়মনসিহং জেলার মুক্তগাছা থানার মধ্যপাড়ার কবিতা (২৮), চট্টগ্রাম জেলার পাচলাইশ থানার বরদারহাট গ্রামের বৃষ্টি (২৫), গাজীপুর জেলার সদর থানার চান্দুরা গ্রামের রিমি আক্তার (২২), যশোর জেলার শার্শা থানার কালিয়ানি গ্রামের রাবেয়া (২৫), নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার ওয়াবদা কলোনীর খাদিজা (২০), সিলেটের বিয়ানীবাজার থানার বোনা শালেশ্বর গ্রামের আব্দুল কুদ্দুস (৪২), সিলেটের গোলাপগঞ্জ থানার সালপাড় গ্রামের আব্দুল বাছিত (৩৫) ও সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার মো. সুলতান আহমদ (৪০)

এখানে কমেন্ট করুন: