
নরসিংদীর রায়পুরা উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে বয়কট করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১১ অক্টোবর) হাটুভাঙ্গা রেলস্টেশন সংলগ্ন একটি অডিটোরিয়ামে আয়োজিত বিএনপির মতবিনিময় সভায় এ বয়কট ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় রায়পুরা উপজেলা বিএনপির সাত জন মনোনয়নপ্রত্যাশী এক মঞ্চে উপস্থিত ছিলেন। তবে আশরাফ উদ্দিন বকুলের উপস্থিতিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তাকে বয়কট ঘোষণা করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির কার্যালয় সম্পাদক আব্দুর রহমান খোকন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস, সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।