নরসিংদীর মাধবদী পৌরসভার ছোট গদারচর মহল্লার রাস্তার উন্নয়ন কাজে বাধা, ভেকু ভাংচুর, পৌর কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলার অভিযোগ উঠেছে বাবুল মিয়া নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গত ১৮ নভেম্বর সোমবার দুপুরে মাধবদী ছোট গদার চর মহল্লায় এ ঘটনাটি ঘটে।

মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন, ছোট গদার চর মহল্লায় ছোট বড় অনেক কারখানা আছে। যেখানে রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে সমস্যা হয়। এডিপির অর্থায়নে রাস্তার উন্নয়নের কাজ চলছে। রাস্তার পাশের সবাই নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে উন্নয়নের কাজে সহযোগিতা করছে।

সে জায়গায় বিএনপি-জামাতের সন্ত্রাসী বাবুল মিয়ার একটি পরিতাক্ত কারখানা আছে। রাস্তার উন্নয়নের জন্য স্থাপনার আংশিক সরিয়ে নেওয়ার জন্য ১ বছর যাবত তাগিদ দিলেও সরিয়ে না নেওয়ায় পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীরা ভেকু দিয়ে সরাতে গেলে সন্ত্রাসী বাবুল মিয়া সহ ১০/১৫ জন সন্ত্রাসী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলা চালিয়ে আহত করে ভেকু ভাংচুর করে। মেয়রকে গালিগালাজ সহ প্রাননাশের হুমকি প্রদান করে।

এ বিষয়ে মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এখানে কমেন্ট করুন: