নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহি বাসের ধাক্কায় বাদল মিয়া ভান্ডারী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদল মিয়া ভান্ডারী একই উপজেলার মরজাল গ্রামের মৃত: হাফেজ উদ্দিন ছেলে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় বাস ও চালক সালা উদ্দিনকে আটক করেছে পুলিশ।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিতাস এক্সপ্রেসের বাসটির স্টিয়ারিং বিকল হয়ে গেলে চালক উল্টো পথে বাসটি চালিয়ে যাচ্ছিল। এসময় বাসটি মরজাল বাসন্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা বাদল মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত চালকের বাড়ি জয়দেবপুর জেলার হায়দাবাদ এলাকায়।
পুলিশ মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করেছে।