মো. হৃদয় খান: এবার নরসিংদীতে জেঁকে বসেছে শীত। এ মৌসূমে সর্বনিন্ম তাপমাত্রা ছিলো আজ বৃহস্পতিবার ১৪ ডিগ্রি সেলসিয়াস।

হঠাৎ জেঁকে বসা শীতে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতে দিন-মুজুর ও খেটে খাওয়া মানুষ নাকাল হয়ে পড়েছে। শীতবস্ত্রের অভাবে শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে অনেকে কুড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে।

গতকাল বিকেলের পর থেকেই শুরু হয়েছে হিমেল হাওয়া আর সন্ধে থেকে জেঁকে বসে কন কনে শীত। কনকনে শীতে কাঁপছে জনপদ। জেঁকে বসা কনকনে শীতে সবচেয়ে বেশী দূর্ভোগে পড়েছে শিশু ও বয়স্ক মানুষ। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। হাসপাতালে বেড়ে চলেছে শিশু ও বয়স্ক রোগী সংখ্যা।

হঠাৎ শীতে শ্রমজীবী মানষের বেড়েছে চরম দূর্দশা। ঠান্ডার কারণে ঘরের বাইরে বের হতে পারছেন না তারা। হতদরিদ্র-ছিন্নমূল মানুষ শীতবস্ত্রের অভাবে অনেকেই খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন।

এখানে কমেন্ট করুন: