মো. হৃদয় খান: নরসিংদী জেলাজুড়ে করোনা প্রতিরোধে চলছে অঘোষিত লকডাউন। ঘর থেকে বাহির হতে পারবে না কেউ।
কিন্তু এতে বিপদে পড়ে গেছেন দিনমজুর, শ্রমিক, রিকশাওয়ালারা।
রাস্তায় মানুষের চলাচল সীমিত হয়ে যাওয়ায় যাত্রী পাচ্ছেন না রিকশাওয়ালারা। যাত্রী হীনতায় আয় না হলে সংসার চলবে কীভাবে, তা নিয়ে তাদের অনেকেই চিন্তিত।
এমন পরিস্থিতিতে নরসিংদীর অসহায় ও দরিদ্র দিনমজুর- রিকশাওয়ালাদের সাহায্যে এগিয়ে এসেছে দেশী পণ্য ডটকম। গতকাল বৃহস্পতিবার প্রায় শতাধিক হতদরিদ্রদের মাঝে চাল-ডাল-পেয়াজ-আলু এবং সাথে ২ টি করে মাস্ক বিররণ করা হয়েছে।
দেশী পণ্য ডটকমের সত্ত্বাধিকারী আয়েশা নেওয়াজ জানায়, ‘করোনা ভাইরাস এর কারণে দেশের অসহায় দিনমুজুর, রিক্সা চালক এবং গরীব মানুষ গুলোর পাশে দাড়াতে কিছুটা চেষ্টা করলাম। দেশের এমন পরিস্থিতিতে দিনে এনে দিনে খাওয়া এই মানুষগুলোর আয় রোজগার অনেকটা বন্ধ হয়ে গেছে।
আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করেছি। এই ভাবে যে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন গরীব মানুষগুলোর প্রতি। সবাই এগিয়ে আসলে একটি মানুষও না খেয়ে থাকবেনা।’